Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরানা পল্টনে আগুন নিয়ন্ত্রণে, উদ্ধারে বিজিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১১:২৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫৩

পুরানা পল্টনের একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ড।

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের একটি চার তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সকাল ৯টা ১৭ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ল’ চেম্বারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

তিনি বলেন, প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

এদিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পায়ার সার্ভিসের সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করস হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ

অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণ পুরানা পল্টন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর