রিয়াদে কপ-১৬ সম্মেলনে প্রিয়শপ
৭ জানুয়ারি ২০২৫ ১২:০১
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ (ইউএনসিসিডি) ষোড়শ অধিবেশনের কনফারেন্স অফ দ্য পার্টিজ (কপ-১৬) সম্মেলনে অংশ নিয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ওই সম্মেলনে তারা অংশ নেয়।
‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’ থিমের অধীনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। কপ-১৬ এর মাধ্যমে ভূমি ও খরা বিষয়ক আলোচনা যেমন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা, অভিবাসন ও বৈশ্বিক নিরাপত্তার মতো আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন বিষয় উঠে আসে।
প্রিয়শপ এমএসএমই-দের ডিজিটালাইজেশন এবং অর্থায়নের সুবিধা প্রদানের পাশাপাশি পৃথিবীতে কার্বন পদচিহ্ন কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ইউএনসিসিডি কপ-১৬ সম্মেলনে অংশগ্রহণ।
প্রিয়শপ প্রযুক্তির সর্বশেষ উন্নয়নের সাথে পৃথিবীতে কার্বন পদচিহ্ন কমানোর জন্য চেষ্টা করছে। সৌর প্যানেল, প্রাকৃতিক আলো এবং ই.ভি ডেলিভারি যানবাহন দিয়ে বাংলাদেশে একাধিক গ্রিন হাব চালু করেছে। প্রিয়শপ উদ্ভাবন এবং সম্প্রসারণ অব্যাহত রেখেছে। তাই প্রতিষ্ঠানটি শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালীই করে না; বরং এর প্রাকৃতিক সম্পদও রক্ষা করে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খান বলেন, ইউএনসিসিডি কপ-১৬ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশের কার্বন পদচিহ্ন কমানো যায় তা নিয়ে ব্যাপক ধারনা পাওয়া গেছে। পাশাপাশি প্রিয়শপ গ্রিন হাব নিয়ে কাজ করছে। এই গ্রিন হাব সম্প্রসারণ বিভিন্ন ধরনের এফএমসিজিতে সহজে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে প্রিয়শপের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।
কপ-১৬ সম্মেলনে খরা বিষয়ে একটি প্রক্রিয়াগত সিদ্ধান্তসহ মোট ৩৯টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বিশ্বের সব সরকারের পাশাপাশি বেসরকারি খাত, আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
সারাবাংলা/ইএইচটি/এমপি