বিপিএলে বড় বাউন্ডারি চান তামিম
৭ জানুয়ারি ২০২৫ ১২:২৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১২:২৭
এবারের বিপিএলের শুরু থেকেই দেখা যাচ্ছে রানবন্যা। মিরপুরের পর সিলেটেও রান পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দুর্বার রাজশাহীর বিপক্ষে জয়ের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলছেন, এবারের বিপিএলের বাউন্ডারি বেশি ছোট মনে হচ্ছে তার কাছে। বোলারদের সুবিধার জন্য আরও বড় বাউন্ডারি চাইছেন চাইছেন তামিম।
বিপিএলের আগের আসরগুলোতে যেখানে ১৫০ পার করতেই হিমশিম খেতো দলগুলো, সেখানে এবার অনায়াসেই হচ্ছে ২০০ এর উপরের স্কোর। গত আসরগুলোর চেয়ে এবার বাউন্ডারিও বেশ ছোট করা হয়েছে। মিরপুরের মাঠে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানও উঠেছে এবারের আসরের শুরুতেই।
৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তামিম। রাজশাহীর বিপক্ষে ম্যাচের পর তামিম বলছেন, বাউন্ডারি আরও বড় দেখতে চান তিনি, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে আমি চাই বাউন্ডারি আরও বড় হোক। আপনার কাছে যখন জায়গা আছে, তাহলে ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে? এটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে তো ৬৫-৭০ মিটার বাউন্ডারি থাকে। এটায় বোলারদের জন্য কিছু থাকে। কারণ উইকেট অনেক ভালো, অনেক রান ওঠে।’
রান ওঠায় পিচ কিউরেটরদের কৃতিত্ব দিয়েছেন তামিম, ‘কিউরেটরদের কৃতিত্ব দিতেই হবে। তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো। তবে বাউন্ডারিটা বাড়িয়ে দিতে হবে। এই মুহূর্তে বোলারদের জন্য এখানে কিছুই নেই। আশা করি কর্তৃপক্ষ আমার কথা শুনবে, বাউন্ডারি বাড়িয়ে দেবে।’
এখন পর্যন্ত বিপিএলে বরিশাল খেলেছে ৩ ম্যাচ, জিতেছে ২টিতে। সিলেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে নামবে বরিশাল, প্রতিপক্ষ সিলেট।
সারাবাংলা/এফএম