Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জ আদালতের ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১২:৩৭

উপদেষ্টা আদিলুর রহমান খান

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ আদালতের ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সঙ্গে এ সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপদেষ্টা আগস্ট মাসের আন্দোলনে মুন্সিগঞ্জ থেকে যারা শহিদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য করা হবে।

সংযোগ করিডোরটি শহিদ রিয়াজুল ফরাজী, ডিপজল সরদার, মো. সজল ও মানিক মিঞা শারিফের নাম লিখা হয়েছে। সংযোগ করিডোর উদ্বোধনের পর উপদেষ্টা আদালতে বৃক্ষ রোপণ করেন। এর আগে তিনি সাংবাদিকদের শহিদ পরিবার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধাসহ আদালতের অন্যান্য বিচারক, আইনজীবীরাসহ অন্যান্য কর্মকর্তারা।

সারাবাংলা/এমপি

উপদেষ্টা আদিলুর রহমান খান গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর