রোহিত-কোহলিকে বাদ দেওয়ার পরামর্শ হরভজনের
৭ জানুয়ারি ২০২৫ ১৩:১২
গত কয়েকটি সিরিজে তারা নিজেদের হারিয়ে খুঁজেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই স্বরূপে ফিরবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ভারতীয় সমর্থকদের প্রত্যাশা ছিল এমনটাই। তবে সেই সিরিজেও হাসেনি রোহিত-কোহলিদের ব্যাট। এতেই টেস্টে দুজনের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং বলছেন, বিসিসিআইয়ের উচিত রোহিত-কোহলিকে দল থেকে বাদ দেওয়া।
বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার মাটিতেও ধুঁকতে দেখা গেছে রোহিত-কোহলিকে। ৫ ইনিংসে ৩১ রান করা রোহিত স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন সিডনি টেস্ট থেকে। অন্যদিকে প্রতিবারই অফ স্ট্যাম্পের বাইরের বলে দৃষ্টিকটুভাবে আউট হয়ে সমালোচনা শুনেছেন কোহলি। একটি সেঞ্চুরি ছাড়া বলার মতো আর কোনো ইনিংসই নেই তার।
সিরিজ শেষে গুঞ্জন উঠেছে, শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামা হয়ে গেছে দুইজনের। ভারতীয় কোচ গৌতম গম্ভীর অবশ্য জানিয়েছেন, এখনো এরকম কিছু ভাবেননি তারা। রোহিত শর্মাও নিজের অবসরের গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন।
হরভজন মনে করেন, নিজেরা সরে না দাঁড়ালে ম্যানেজমেন্টের উচিত রোহিত-কোহলিকে বাদ দেওয়া, ‘প্রত্যেক ক্রিকেটারেরই একটা খ্যাতি আছে। সেটা চিন্তা করলে তো হবে না। যাদের পারফরম্যান্স ভালো না তাদের বাদ দিতে হবে। কপিল দেব, অনিল কুম্বলেসহ অনেকেই ভারতের বড় তারকা ছিলেন। বিসিসিআই ও নির্বাচকদের আরও শক্তিশালী হতে হবে। ‘সুপারস্টার’ মনোভাব থেকে সবার বের হয়ে আসা উচিত।’
রোহিত-কোহলির বদলে অস্ট্রেলিয়া সফরে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত ছিল বলেই মানছেন হরভজন, ‘অভিমন্যু, সরফরাজকে দলে রাখা উচিত ছিল। সুযোগ দেওয়া হলে তারা ভালো পারফর্ম করতে পারত। সামনে ইংল্যান্ড সফর। যে খেলোয়াড় পারফর্ম করবে তাদেরকেই দলে নেওয়া উচিত। সুনামের ভিত্তিতে খেলোয়াড় বাছাই বন্ধ করা উচিত।’
সারাবাংলা/এফএম