Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০টি নয়, আপাতত ৫টি অর্থনৈতিক অঞ্চল নিয়ে কাজ করবে বেজা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৭:২১

মিট দ্য প্রেসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সারাবাংলা

ঢাকা: বিগত সরকারের আমলে ঘোষিত ১০০টি নয়, অগ্রাধিকার নির্ধারণ করে আপাতত পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেছেন, ২০২৬ সালের মধ্যে এই কাজগুলো শেষ করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানান তিনি।

বেজা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা থেকে আমরা সরে যাচ্ছি না। তবে এখন আমাদের পরিকল্পনা হচ্ছে, আগামী ১০ বছরের মধ্যে ১০টি অর্থনৈতিক অঞ্চলের কাজ পরিপূর্ণভাবে শেষ করতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত পাঁচটি অর্থনৈতিক অঞ্চল সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেলে এবং পরবর্তী সময়ে প্রয়োজন হলে আমরা বাকি পাঁচটি জোনে কাজ শুরু করব। এতে ৫-৭ বছর সময় লাগতে পারে।’

তিনি বলেন, ‘যেসব এলাকায় মানুষ পিছিয়ে আছে, বেজার কাজ হচ্ছে সেখানে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করা। বেজার কাজ প্রফিট করা নয়।’

এক প্রশ্নের জবাবে বেজা চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো সরকারি এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দিতে পারিনি। আগামী ২০২৬ সালের মধ্যে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে পানি, বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থাসহ সব সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে। এ ছাড়া, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের জন্য রোডম্যাপ করা হবে। আর ওই রোডম্যাপ অনুযায়ীই বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে যোগাযোগ, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কর হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সরকারের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে। কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এর মধ্যে বেজা’রও কয়েকটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে।’ বর্তমানে বেজার ওয়েবসাইট থেকে ৬০টি ওয়ান স্টপ সার্ভিস চালু আছে এবং আরও সার্ভিস চালুর অপেক্ষায় আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিগত সরকারের আমলে সারাদেশে সরকারি-বেসরকারি ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেগুলোর অগ্রগতি জানাতেই আজ মিট দ্য প্রেসের আয়োজন করা হয়।

সারাবাংলা/জেজে/আরএস

অর্থনৈতিক অঞ্চল বেজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর