Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তারপুর সেতুর ওপর থেকে যুবকের লাফ, মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭

প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার সেতুর ওপর থেকে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০।

স্থানীয়রা জানায়, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের উপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ তাকে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই তিনি মারা যান।

ঘটনাস্থল সংলগ্ন মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম দুপুর ২টা ৩০ এ বলেন, ‘সেতুর ওপর থেকে এক যুবক লাফ দিয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গ পাঠিয়েছে। ওই যুবকের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। কি কারণে তিনি সেতুর ওপর থেকে লাফ দিয়েছে তাও জানা যায়নি।’

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা মরদেহ মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর