Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

ইবি করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশ এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগস্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবি পূরণের লড়াই ছিল না; ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব। এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, শিক্ষামন্ত্রণালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব- ২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পূর্বের ইতিহাস বাদ দিয়ে নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এছাড়াও পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এস এম সুইট বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজসহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হত। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পরেও এখনো সে সকল ইতিহাস পড়ানো হচ্ছে। পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা চাই পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে একটি নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব-২০২৪ পাঠ্যসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর