ঢাকা: রাজধানীর বাড্ডায় স্ত্রীকে হত্যার ঘটনায় রুজুকৃত মামলার পলাতক আসামি ভিকটিমের স্বামীকে পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম কমল লাল (ধর্মান্তরিত নাম মো. ইয়াসিন)।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, নিহত বিথী আক্তার (২৪) গ্রেফতার কমল লালের স্ত্রী। হিন্দু ধর্মাবলম্বী কমল লাল ইসলাম ধর্ম গ্রহণ করে মো. ইয়াসিন নাম ধারণ করে বিথীকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে গত বছরের ২৫ আগস্ট কমল লালকে তালাকের নোটিশ দেয় বিথী আক্তার। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করা শুরু করে। গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাদের মধ্যে দেখা হয়। এ সময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কমল লাল অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে তার সঙ্গে রাখা ছুরি দিয়ে বিথী আক্তারের পেটে আঘাত করে গুরুতর আহত করে।
আহত বিথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিথী আক্তার মারা যায়।
এ ঘটনায় ভিকটিমের মা মোছা. হেলেনা আক্তার বাদী হয়ে কমল লালসহ তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কমল লাল আত্মগোপনে ছিলেন।
থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পঞ্চগড় জেলার বোদা থানার সাকুয়া বাজার ধানহাটি এলাকা থেকে বোদা থানা পুলিশের সহায়তায় কমল লালকে গ্ৰেফতার করা হয়।
বাড্ডা থানায় গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।