Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত চায় রিকশাওয়ালার ছেলে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষক’

স্পেশাল করেসপডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৯:২০

চট্টগ্রাম রেলস্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াত এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে একজন রিকশাওয়ালার সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন সুইপারের ছেলে লেখাপড়া করে এগিয়ে যাবার সুযোগ পাবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নগরীতে চট্টগ্রাম রেলস্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে সম-অধিকার ভোগ করব। যার যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়, ইনসাফ, সুন্দর, মানবিক বাংলাদেশ গড়তে দেশবাসীকে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

এ সময় কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোছাইন, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের ছিলেন।

সারাবাংলা/আরডি/এইচআই

ইসলামীর আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর