Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে

স্পেশাল করেসপডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২২:৪৫

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য শিল্পখাতে গ্যাসের দাম আরেক দফা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জানুয়ারি) ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।

বিইআরসি সূত্র জানিয়েছে, দাম বাড়ানো হবে কী-না, আর বাড়ানো হলে কতটুকু বাড়বে সে সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে।

এর আগে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে ২০২৩ সালে শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের দাম ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল। গত বছরও কিছুটা দাম বাড়ানো হয়েছিল। কিন্তু দুই বছর পরও শিল্পে গ্যাস-সংকট কাটেনি। এখন আবারও একই কারণ দেখিয়ে গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

বিইআরসির কাছে পেট্রোবাংলার প্রস্তাবে আরও বলা হয়, পুরনো গ্রাহকের ক্ষেত্রে অনুমোদিত লোডের বাড়তি ব্যবহৃত গ্যাসের বিল হবে নতুন দামে। যেসব শিল্পকারখানা নতুন সংযোগের প্রতিশ্রুতি পেয়েছে, তাদের ক্ষেত্রে অনুমোদিত লোডের ৫০ শতাংশ পর্যন্ত আগের দাম দিতে হবে। এর বাইরে বাকি খরচের জন্য নতুন দাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে শিল্প খাতে গ্যাস ব্যবহারের চিত্র তুলে ধরেছে পেট্রোবাংলা। সেখানে ২০২৩ সালের নভেম্বর থেকে গত অক্টোবর পর্যন্ত অনুমোদিত লোডের চেয়ে ১৪ কোটি ৭৮ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ক্যাপটিভে ৫ কোটি ৭৬ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। প্রস্তাব অনুসারে পুরনো কারখানায় বাড়তি এমন ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের বিল হবে নতুন দামে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পেট্রোবাংলা বিভিন্ন কোম্পানি থেকে দেশে উৎপাদিত গ্যাস কিনে নেয়। এতে প্রতি ইউনিটে তাদের গড়ে খরচ হয় ৬ টাকা ৭ পয়সা। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে খরচ হচ্ছে প্রতি ইউনিটে ৭৫ টাকার বেশি। এতে লোকসানে আছে সংস্থাটি। এদিকে এ খাতে নতুন করে ভর্তুকি দিতে চায় না সরকার। ফলে এখন এলএনজি আমদানির খরচ পুরোটাই শিল্প থেকে তুলতে চায় পেট্রোবাংলা।

এদিকে পেট্রোবাংলার প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটি কমিশনের সংশ্লিষ্ট সদস্যরা জানিয়েছেন, পেট্রোবাংলার মূল্যবৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা হয়েছে। এটি পর্যালোচনা শেষে কমিশনের বোর্ডসভার সিদ্ধান্ত অনুসারে করণীয় নির্ধারণ করা হবে। এরপর দুইটি প্রস্তাবের ভিত্তিতে সকল অংশীজন নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। তারপর আদেশ ঘোষণা করবে কমিশন।

সারাবাংলা/জেআর/ এইচআই

গ্যাসের দাম পেট্রোবাংলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর