খালেদা জিয়ার যাত্রাপথে জনতার ঢল
৭ জানুয়ারি ২০২৫ ২১:১২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২৩:০৭
ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাত্রাপথে জনতার ঢল নেমেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮ টা২০ মিনিটে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসা ‘ফিরোজা’ থেকে বের হবার পর তার গাড়ি বহর অনুসরণ করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমর্থক সামনের দিকে এগোতে থাকে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, খালেদা জিয়ার বাসা ফিরোজা থেকে গুলশান ২ নম্বর গোল চত্বর পর্যন্ত গুলশান ও বনানী থানা বিএনপি, গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা বিএনপি, বনানী কাঁচাবাজার থেকে কাকলী গোলচত্বর পর্যন্ত হাতিরঝিল, শিল্পকলা ও তেজগাঁও থানা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদায় সম্ভাষণ জানানোর জন্য জড়ো হন। তারা মুহূর্মুহূ স্লোগানের মাধ্যমে তাদের নেত্রীকে বিদায় দেন। কেউ কেউ আবেগে কান্নায় ভেঙে পড়েন।
এ ছাড়া কাকলী গোলচত্বর থেকে আর্মি স্টেডিয়াম ফুটওভার ব্রিজের আগ পর্যন্ত কাফরুল, আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানা বিএনপি, কুর্মিটোলা হাসপাতাল থেকে কুড়িল ফ্লাইওভারের আগ পর্যন্ত ভাসানটেক, মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি, নিকুজ্ঞ পেট্রোলপাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত পল্লবী, রূপনগর, খিলগাঁও, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তর খান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। কেউ কেউ তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য গাড়ির খুব কাছে গিয়ে আবেগতাড়িত কণ্ঠে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকেন।
উচ্ছ্বসিত ও আবেগমোথিত নেতাকর্মীর ভিড় সামলাতে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা ইউনিট চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) হিমশিম খান। তারা শত চেষ্টা করেও খালেদা জিয়ার গাড়ি বহর থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে রাখতে সক্ষম হচ্ছিলেন না।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য রাত ১০ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডন হিথ্রো বিমান বন্দরে পৌঁছবেন।সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে তাকে।
খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদআল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োহাজাজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা-সংবলিত এয়ারঅ্যাম্বুল্যান্সে চড়েই লন্ডনে যাবেন খালেদা জিয়া।
সারাবাংলা/এজেড/ এইচআই