টিউলিপ, জয়, রেহানা, পুতুলসহ শেখ পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব তলব
৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪১
ঢাকা: যুক্তরাজ্যের সিনিয়র ট্রেজারি মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক বরি, সজীব আহমেদ ওয়াজেদ (জয়), সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) এবং আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য এর আগে গত ৮ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। এবার নতুন করে আবার তাদেরও তথ্য দিতে বলা হয়েছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের তথ্য চাওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে টিউলিপ ও আজমিনা ছাড়া অন্যদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। আজমিনা সিদ্দিক বাংলাদেশি নাগরিক কি না তা জানা যায়নি। বিএফআইইউর চিঠিতে আজমিনা ছাড়া অন্যদের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ রয়েছে। লন্ডনে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক রিপোর্ট হয়েছে। এ নিয়ে বিতর্ক দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
সারাবাংলা/জিএস/ এইচআই
ব্যাংক হিসাব তলব শেখ পরিবার শেখ রেহেনা শেখ হাসিনা সজীব আহমেদ ওয়াজেদ