Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারজুড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য, খুলনায় বেড়েছে চালের দাম

রেজাউল ইসলাম তুরান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ০৮:০০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ০৮:১২

খুলনার চালের বাজার। ছবি: সারাবাংলা

খুলনা: বাজারজুড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে খুলনায় ধানের ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম। প্রকারভেদে খুচরা বাজারে সব জাতের চালের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা পর্যন্ত বেড়েছে। আর এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়ায় মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ও দোকান ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে গত দুই সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। পাইকারি ও চালকলের মালিকরা দাম বাড়ানোর কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে।

বিজ্ঞাপন

খুলনা মহানগরীর বড়বাজারের পাইকারি চালের ঘরগুলোতে খোঁজ নিয়ে জানাগেছে, মোটা চাউল ৪৯-৫০ টাকা, আঠাশ বালাম ৫৭-৬৫ টাকা, মোটা স্বর্ণা ৫০-৫১ টাকা, মিনিকেট ৭০-৭৯ টাকা, বাসমতি ৮০-৯৩ টাকা কেজি দরে প্রকার ভেদে বিক্রি হচ্ছে।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রকার ভেদে মোটা চাউল ৫২-৫৪ টাকা, আঠাশ বালাম ৬৫-৬৭ টাকা, স্বর্ণা ৫৩-৫৫ টাকা, মিনিকেট ৭৫-৮০ টাকা, বাসমতি ৮৮-৯৫ টাকা, নাজিরশাইল ৮৩-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জেলা কৃষি অফিসের তথ্য বলছে, চলতি রোপা আমন মৌসুমে খুলনার নয়টি উপজেলা ও খুলনা মেট্রোতে (দৌলতপুর ও লবণচরা) ৯৫ হাজার ৩৩৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে চাষ হয়েছে ৯৩ হাজার ৪৬২ হেক্টর জমিতে।

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বাসিন্দা নজিবুল্লাহ শেখ ক্ষোভ প্রকাশ করে সারাবাংলাকে বলেন, ‘আয় না বাড়লেও ব্যায় বেড়েছে। হঠাৎ চালের দামও বৃদ্ধি পেয়েছে। যে কারণে স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। পাইকারী ব্যবসায়ী ও মিল মালিকদের সিন্ডিকেটের কারণে চালের দাম বেড়েছে। সাধারণ মানুষ হিসেবে প্রশাসনের কাজে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

খুলনা মহানগরীর বড় বাজারে চাল কিনতে আসা খাইরুল ইসলাম সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘বাজারে অন্যান্য জিনিসের যে দাম তাতে এখন মোটা চাল কিনে খাওয়াই কঠিন হয়ে গেছে। চিকন জাতের চালের দাম আরও বেড়েছে। সপ্তাহে নানা অজুহাতে চালের দাম বেড়েই চলেছে। ফলে আমার মতো নিম্ন আয়ের মানুষদের অনেক কষ্টে দিন যাচ্ছে।’

রূপসা উপজেলার কাজদিয়া বাজারের খুচরা চাল ব্যবসায়ী ইকবাল শেখ সারাবাংলাকে বলেন, ’হঠাৎ চালের দাম বেড়ে গেছে। যে কারণে পাইকারদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। যে দামে চাল কিনছি তার থেকে সামান্য লাভে বিক্রি করছি।’

দিনাজপুর ভাণ্ডারের মামুন সারাবাংলাকে বলেন, ‘চালের দাম বাড়ছে। মিল মালিকদের কাছ থেকে বেশি দামে চাল কিনে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

চালের দাম বৃদ্ধির কারণ জানতে খুলনা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে অবস্থিত জাবুসা অটো রাইস মিলে মুঠোফোনে যোগাযোগ করা হলে সারাবাংলাকে তারা জানান, বাজারে ধানের দাম অনেক বেশি। সেজন্য চালের দাম বেড়েছে।

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রাইস মিলগুলোতে অবৈধ মজুদ আছে কি না, অথবা তার যোগ্যতার মধ্যে মজুদ আছে কি না- সেগুলো নিয়মিত যাচাই করছি। আমাদের সংগ্রহ কার্যক্রম ও অন্যান্য বিভিন্ন চ্যানেলে বিলি বিতরণের কার্যক্রম চালু আছে।’

খুলনার বাজারে হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি জেলা বাজার কর্মকর্তা ভালো বলতে পারবেন।’ তবে চালকল মালিকরা বলছেন, কৃষক পর্যায়ে ধানের দাম বাড়ার কারণে চালের বাজার বেড়েছে।

এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ’যারা সিন্ডিকেট করে বাজারে চালের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

খুলনা দৌরাত্ম্য বাজারজুড়ে বেড়েছে চালের দাম সিন্ডিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর