ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, মহাখালী-কল্যাণপুরে দূষণ বেশি
৮ জানুয়ারি ২০২৫ ১০:১২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১১:১৩
ঢাকা: বিশ্বের ১২৫ নগরীর মধ্যে রাজধানী ঢাকার বায়ু আজও দূষিত। রাজধানীর মহাখালী, কল্যাণপুরসহ মোট পাঁচ স্থানের বায়ুকে সবচেয়ে বেশি দূষিত বলা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বায়ু দূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান সকাল সাড়ে ৮টায় ছিল ২০৪। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আইকিউএয়ার এর তথ্যমতে বুধবার বিশ্বে বায়ুদূষণে ২৫০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। আর দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ দিন ঢাকার বায়ু মান ২০৪, চট্টগ্রামের বায়ুর মান ১১৫, রাজশাহীতে ১৬৮ আর খুলনায় ১৭৩। ঢাকা ও আশপাশের পাঁচটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (২৫৩), মহাখালীর আইসিডিডিআরবির ভবন (২৫০), কল্যাণপুর (২৩৮) ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৩৮) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৫)।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুমান শূন্য থেকে ৫০ পর্যন্ত ধরা হয় ‘স্বাস্থ্যকর’। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে বিবেচনা করা হয় ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু বিবেচনা করা হয়। আর স্কোর ৩০১ বা তার চেয়ে বেশি হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। বুধবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৫ গুণ বেশি।
বায়ুদূষণের এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
এর আগে গত রোববার সকালে ঢাকার বায়ুর মান ছিল ৪৫২, পরে তা আরও বেড়েছিল। বায়ুর মান ৩০০-এর বেশি হলেই তাকে দুর্যোগপূর্ণ বলে মনে করা হয়। ওইদিন ঢাকার দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ। এর মধ্যে গুলশানের দুটি স্থানের স্কোর ছিল ৭০০-এর ওপর।
সারাবাংলা/জেআর/এমপি