Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের দর্শককে ‘চুপ করিয়ে’ উপভোগ করেছেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৬

রিশাদ হোসেন

নিজেদের মাঠে সিলেট স্ট্রাইকার্সের সমর্থনে দর্শকে পরিপূর্ণ ছিল মাঠ। মাঠভর্তি সমর্থকদের সামনেও অবশ্য সুবিধা করতে পারেনি সিলেট। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। বরিশালের জয়ের নায়ক রিশাদ ম্যাচ শেষে বলছেন, সিলেটের দর্শককে ‘চুপ করিয়ে’ বেশ উপভোগ করেছেন তিনি।

২ উইকেটে সিলেটের রান ছিল ৭৬। সেখান থেকে রিশাদের ঘূর্ণিজাদুতে ১৩ রানের মাঝেই পরের ৬ উইকেট হারিয়ে দিশেহারা সিলেট। শুরুতে দর্শকের প্রচুর আওয়াজ থাকলেও ধীরে ধীরে মিইয়ে পড়েছেন তারা। চার ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ।

বিজ্ঞাপন

রিশাদ বলছেন, গ্যালারির দর্শককে চুপ করিয়ে দেওয়াটা উপভোগ করেছেন তিনি, ‘গ্যালারি ভরা দর্শক থাকলে ভালো লাগে। সেটা আমাদের পক্ষে থাকুক কিংবা বিপক্ষে। আমি উপভোগ করি। তবে দর্শক আমাদের বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে। দুই-একটি ব্রেকথ্রু বা উইকেট এলে পুরো গ্যালারি চুপ হয়ে যায়। এই ব্যাপারটা ভালোই উপভোগ করেছি।’

এবারের বিপিএলের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। সিলেট পর্বে একাদশে ঢুকলেও নিজের প্রথম ম্যাচে উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে এসেই দুর্দান্ত পারফর্ম করেছেন রিশাদ। রিশাদ বলছে, দলের কম্বিনেশনের জন্য একাদশের বাইরে থাকতেও আপত্তি নেই তার, ‘দলীয় কম্বিনেশনের জন্য বাইরে ছিলাম। আমার অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই করব। প্রতি ম্যাচে খেলার জন্যই প্রস্তুতি নিয়ে রাখি। যদি কম্বিনেশনের জন্য না খেলি, সেটা আমার হাতে নেই।’

বিগ ব্যাশে দল পেলেও বিপিএলের কারণে সেই টুর্নামেন্টে খেলা হচ্ছে না রিশাদের। বিগ ব্যাশে না খেলতে পারলেও আফসোস নেই রিশাদের, ‘আগেই বলছিলাম, আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা আছে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, এটা নিয়েই ব্যস্ত আছি। বিগ ব্যাশে খেলা হয়নি, রিজিকে ছিল না। পরেরবার ইনশাল্লাহ খেলার ইচ্ছা আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিপিএল ২০২৫ রিশাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর