লস অ্যাঞ্জেলেসে দাবানল, জরুরি অবস্থা জারি
৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪২
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথম অবস্থায় ১০ একর জায়গায় দাবানল দেখা দিলেও পরে ২ হাজার ৯০০ একর জায়গাজুড়ে এটি ছড়িয়ে পড়ে। ভয়াবহ দাবানলের কারণে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সময় দাবানলের উৎপত্তি হয়। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।
ফায়ার সার্ভিস জানায়, ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুতহীন হয়ে পড়েছে। প্রতিবেশী এলাকা সান বার্নার্ডিনোতে ৮ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
সান্তা মনিকা এবং মালিবুর উপকূলীয় বসতিগুলির মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকার কমপক্ষে ২ হাজার ৯২১ একর স্থান এরইমধ্যে পুড়ে গেছে। কর্মকর্তারা বলেছেন, শুষ্ক আবহাওয়ার পরে আসা শক্তিশালী বাতাসের কারণে আগুন বেশী ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভয়াবহ আগুনে অনেকগুলি বাড়িঘর ও গাড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন পালিয়ে গেছে। কারণ আগুন সেখান থেকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ে।
লস অ্যাঞ্জেলেসের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
সারাবাংলা/এমপি