কিউবায় অস্ত্রাগারে বিস্ফোরণ, ১৩ সেনা নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১১:৪৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪২
৮ জানুয়ারি ২০২৫ ১১:৪৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪২
কিউবায় একটি অস্ত্রাগারে বিস্ফোরণের পরে ১৩ সেনা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সেনাদের মধ্যে চারজন কর্মকর্তা ও নয়জন সৈন্য।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ওই বিস্ফোরণে পূর্বাঞ্চলীয় হোলগিন প্রদেশের ছোট গ্রামীণ এলাকা মেলোনেসে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে কিউবার সশস্ত্র বাহিনী। মেলোনেস কিউবার রাজধানী হাভানা থেকে ৭২৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত।
অস্ত্রাগারটিতে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিল। ধারণা করা হচ্ছে, একটি নির্মাণ এলাকায় লাগা আগুন থেকে এই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের মূল কারণ এখনো তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, বিস্ফোরণের পর ৩৬১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়াও দেশটির দমকল কর্মীরা ও উদ্ধারকারী দলগুলো আগুন নেভাতে কাজ করছেন এবং স্থানীয় পুলিশ ও সেনারা ঘটনাস্থলে যাওয়ার পথগুলো পাহারা দিচ্ছেন।
সারাবাংলা/এসডব্লিউ