Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের মেন্টর ইউনিস খান


৮ জানুয়ারি ২০২৫ ১২:০৫

আফগান ক্রিকেট দলের মেন্টর হলেন ইউনিস

চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র এক মাস। পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ করল আফগানিস্তান। সাবেক পাকিস্তান ব্যাটার ইউনিস খানকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের সাথে আগেও কাজ করেছেন ইউনিস খান। ২০২২ সালে আফগানদের ব্যাটিং কোচ ছিলেন তিনি। ইউনিসের সাথে আবার কাজ করতে যাচ্ছে আফগানরা, ঘোষণা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত, ‘আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সাথে যোগ দেবেন।’

বিজ্ঞাপন

নিজের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই সাফল্য পেয়েছেন ইউনিস। আইসিসি র‍্যাংকিংয়ের সেরা ব্যাটারও ছিলেন তিনি। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

অবসরের পর থেকে নিয়মিতই কোচিং করিয়ে যাচ্ছেন ইউনিস। আফগানিস্তান ও পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন পিএসএলের পেশোয়ার জালমির সাথেও। কিছুদিন আগে হয়ে যাওয়া আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের কোচও ছিলেন তিনি।

আফগানিস্তান ইউনিস খান চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর