গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৯
আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১২:১২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪
৮ জানুয়ারি ২০২৫ ১২:১২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে পাঁচ শিশু রয়েছে। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এ হামলায় আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হচ্ছে।
গাজার ইউরোপীয় হাসপাতাল জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুত থাকা জ্বালানি শেষ হয়ে যাবে। এ ছাড়া আল-আকসা হাসপাতাল জানিয়েছে, জ্বালানির ঘাটতির কারণে তাদের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সারাবাংলা/এমপি