Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৩:৩৪

নাটোর শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ

নাটোর: নাটোর শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকেই এই অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখার খবর প্রকাশিত হলে গত ২ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সড়ক ও জনপথ বিভাগ সদর থানা পুলিশসহ সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।

সারাবাংলা/এসডব্লিউ

নাটোর ফুটপাত দখলমুক্ত অভিযান