Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা

সুনামগঞ্জ: জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, ফুসকা ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্য রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী লাউয়েরগড় বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৭ হাজার ৩১০ কেজি ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা। পৃথক অভিযানে মাঠ গাঁও বিওপি কর্তৃক ১ হাজার ৫০০ কেজি চিনি ও ১৫ হাজার পিস সুপারি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে ফুসকা, চিনি ও সুপারি জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এইচআই

জব্দ ভারতীয় পণ্য সুনামগঞ্জ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর