যাত্রাবাড়ীতে খুন হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
৮ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩০
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহত জসিম মোল্লা (৩৮) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ভোজুরডাঙ্গি গ্রামের মৃত খবির মোল্লার ছেলে। তিনি যাত্রাবাড়ী ধলপুর এলাকার একটি গ্যারেজের অটোরিকশা ভাড়ায় চালাতেন। এখানেই পরিবার নিয়ে ধলপুর কোল্ডস্টোরেজ গলিতে থাকতেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের মরদেহ শনাক্ত করেন তার পরিবার। এর আগে, সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন-যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের ছোট ভাই মো. বাবু মোল্লা জানান, সোমবার সন্ধ্যায় ছোট ছেলে বিল্লালকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন জসিম। এর কিছুক্ষণ পর তার ছেলে বিল্লাল বাসায় ফিরলেও জসিম ফিরেনি। এরপর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। এলাকার বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। যাত্রাবাড়ী থানাতেও তার সন্ধানের জন্য যাওয়া হয়। সবশেষ গতকাল মঙ্গলবার থানা পুলিশের মাধ্যমে একটি মরদেহ উদ্ধারের খবর পান তারা। পরে থানায় গিয়ে জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে আজ ঢাকা মেডিকেলে জসিমের মরদেহ শনাক্ত করেন।
বাবু মোল্লা অভিযোগ করেন, জসিমের পরিচিতজনরাই তাকে ফোনে কল করে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। তবে কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনও তিনি জানেন না।
ঘটনার আগ মুহূর্তে বাবা জসিম মোল্লার সঙ্গে থাকা ছেলে বিল্লাল মোল্লা জানায়, সোমবার সন্ধ্যায় গেসু নামে একজন তার বাবা জসিম মোল্লাকে ফোন করে দেখা করতে বলে। তখন বাবা আমাকে নিয়ে দয়াগঞ্জ এলাকায় যান। সেখানে একটি গলিতে ১০-১২ জন অপেক্ষা করছিল। বাবার সঙ্গে তারা কথা বলতে থাকে। এক পর্যায়ে সেখান থেকে কয়েকজন বাবাকে বলে আমাকে বাসায় পাঠিয়ে দিতে। তখন বাবা আমাকে একটি রিকশা যোগে বাসায় পাঠিয়ে দেন। বাসায় পৌঁছানোর পর রাত ১২টার দিকেও বাবার সঙ্গে তার ফোনে কথা হয়। তার কিছুক্ষণ পর বাসায় ফিরবেন বলে জানান বাবা। কিন্তু এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, সেখানে যারা তার বাবার জন্য অপেক্ষা করছিল তাদেরকে সবাইকে চেনেন না।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, সোমবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাম পা, বাম হাতের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসআই আরও জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পরিবার জানিয়েছে, তারা এজহার জমা দেবে। খুব শীঘ্রই জড়িতদের ধরা সম্ভব হবে।
সারাবাংলা/এসএসআর/এইচআই