৬ হত্যাসহ ২০ মামলার আসামি যুবলীগ নেতা শেখ গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৭:১১
৮ জানুয়ারি ২০২৫ ১৭:১১
বগুড়া: বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ৬ হত্যাসহ ২০ মামলার পলাতক আসামি শেখকে (৫৫) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে গোহাইল সুত্রাপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি বগুড়া সদরের গোহাইল সূত্রাপুরের মৃত মুনছুর শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬ হত্যাসহ ২০টি মামলা রয়েছে।
সারাবাংলা/এসআর