মূল্যস্ফীতি এখনও বাড়তিই আছে : ওয়াহিদ উদ্দিন মাহমুদ
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৬
ঢাকা: দেশের মূল্যস্ফীতির হার এখনও বাড়তিই আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সবাই বলছে যে, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। যেটুকু কমেছে, এটাকে কিন্তু কম বলে না। মূল্যস্ফীতি এখনও বাড়তিই আছে। এর ফলে দিনমজুরদের উপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে।
তিনি বলেন, করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি একটি ক্ষতি হয়েছে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এই ক্ষতি পুষিয়ে নেয়া অসম্ভব নয়। এজন্য অন্তবর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো- একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভিত রচনা করা।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত দরকার। তবে ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে। সেটা শতবছরের পরিকল্পনা। কিন্তু শত বছরে বাংলাদেশের কী অবস্থা হবে- সেটা কোন বিশেষজ্ঞই বলতে পারবে না। তাই মধ্য মেয়াদী পরিকল্পনা দরকার।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, সমাম্প্রতিক সময়ে রফতানিতে গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে। এটা আশার কথা। তবে ভোজ্য তেলে আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়।
এক প্রশ্নের জবাবে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ২০১০ সাল থেকে কোন বছরেই মার্চের আগে বই যায় নি। কোন কোন বছর বই গেছে জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, গত ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে গণমাধ্যমে কোনো সম্পাদকীয় ও উপ সম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুল ভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।
অপর এক প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়ীসহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘভাতার বিষয়টি মাথায় রাখছি না। এছাড়া ইতোমধ্যেই ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল।
অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার বয়স কাঠামো এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ১০ বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না। কারণ তাদের সবারই বয়স বেড়ে যাবে। তখন চিকিৎসা খরচ আরো বাড়বে।
সারাবাংলা/জেজে/আরএস