Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজ টিয়া পাখি বিক্রি: ২ জনকে ধরে ছয়মাসের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫০

দণ্ডিত পলাশ কুমার ব্যাধ ও শিপন চন্দ্র ব্যাধ। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় টিয়া পাখি বিক্রির সময় দুজনকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ২১টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজার থেকে দুই টিয়া পাখি বিক্রেতাকে আটক করেন চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

দণ্ডিত দুজন হলেন, পলাশ কুমার ব্যাধ (৪৮) ও শিপন চন্দ্র ব্যাধ (৫০)। এদের মধ্যে পলাশের বাড়ি ঝিনাইদহ ও শিপন চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য সারাবাংলাকে জানিয়েছেন, পথেরহাট বাজারে টিয়া পাখিগুলো বিক্রির জন্য এনেছিলেন পলাশ ও শিপন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে ধরা হয়।

এরপর তাদের রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অং চিং মারমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

তাদের কাছ থেকে উদ্ধার ২১টি টিয়া পাখি রাউজান উপজেলা কার্যালয়ের আঙিনায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দীপান্বিতা ভট্টাচার্য।

উদ্ধার করা টিয়া পাখিগুলো ‘সবুজ টিয়া’ হিসেবে পরিচিত। সাধারণত শীত মৌসুমে দেশের পাহাড়-বনের পাশাপাশি বসতবাড়ির বাগান, আবাদি জমিতে এদের বিচরণ বেশি দেখা যায়। সবুজ টিয়া সহজেই পোষ মানে এবং মানুষের মতো করে কথা বলতে পারে। এজন্য পোষা পাখি হিসেবে এদের চাহিদা বেশি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/আরডি/এসআর

২ জনের কারাদণ্ড চট্টগ্রাম টিয়া পাখি বিক্রি পাখি বিক্রির সময় ২ জন আটক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর