ছয় মাসে ১৫ দশমিক ৬৪ শতাংশ এডিপি বাস্তবায়ন
৮ জানুয়ারি ২০২৫ ২০:০৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২২:৫০
ঢাকা: আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৪) এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৪ শতাংশ। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হার ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এডিপি বাস্তবায়নের তথ্য উপস্থাপন করা হয়।
তবে আইএমইডি জানায় যে, আরো ৭টি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়নের হিসাব যোগ হওয়া বাকী আছে।
এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরের ৬ মাসে এডিপির আওতায় মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ৪৩ হাজার ৫৩৪ কোটি ৬৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৬১ হাজার ৭৩৯ কোটি ৬৯ লাখ টাকা। এতে এডিপি বাস্তবায়ন কমেছে। এছাড়া আমরা অনেক প্রকল্প যাচাই বাছাই করছি। ফলে বাস্তবায়ন কিছুটা দেরি হচ্ছে। তবে আস্তে আস্তে নতুন নতুন প্রকল্প অনুমোদন বাড়ছে। ফলে এখন যত বাস্তবায়ন বাড়বে, ততই এডিপির অগ্রগতিও বাড়বে।
সারাবাংলা/জেজে/আরএস