Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেয়েই বাদীকে হুমকি, তাৎক্ষণিক ২ জনকে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২৩:০২

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: আদালত থেকে একটি মামলায় জামিন নিয়েই মামলার বাদীকে হুমকি দিয়েছেন এক আসামি। বিষয়টি তাৎক্ষণিক আমলে নিয়ে আদালত হুমকিদাতা আসামি ও তার ভাইকে ৫০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবেন সাজাপ্রাপ্তরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ধামরাইয়ের মঙ্গলবাড়ী গ্রামের কয়েকজনকে আসামি করে একই এলাকার কৃষক মো. বজলুর রশিদ সিআর. ৬০৬/২৩ নম্বর মামলা করেন। এ মামলায় পাঁচ আসামি বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতও তাদের জামিন মঞ্জুর করেন। এর পর পরই তাদের মধ্য থেকে একজন তার ভাইকে নিয়ে এজলাসের বারান্দায় গিয়ে মামলার বাদীকে হুমকি দেন ও মারধরের চেষ্টা করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, জামিনের পর ৩ নম্বর আসামি মাসুদ ও তার ভাই মো. শহিদুল্লাহ কোর্টের বারান্দায় গিয়ে বাদীর ওপর চড়াও হন এবং তাকে হুমকি দেন। বিষয়টি উপস্থিত বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিক অপরাধটি আমলে নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আসামি মো. মাসুদ রানা ও মো. শহীদুল্লাহর (উভয় পিতা মৃত মতিন, মঙ্গলবাড়ী, থানা- ধামরাই, জেলা) বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ করেন। এর পর হুমকিদাতা আসামি ও তার ভাইকে ৫০০ টাকা করে জরিমানা করেন আদালত। অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবেন সাজাপ্রাপ্তরা।

ঢাকা জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বেঞ্চ সহকারী আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে। উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীরা এই রায়কে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর