পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২১:২৫
৮ জানুয়ারি ২০২৫ ২১:২৫
গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলার ডাকের পাড়ায় পুকুরের পানিতে ডুবে মারা গেছে ১৭ মাস বয়সী শিশু মাহাফুজ মিয়া।
বুধবার (৮ জানুয়ারি) সকালে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু মাহফুজ মিয়া মাজেদ মিয়ার ছেলে।
জানা যায়, খেলতে-খেলতে বাড়ির লোকচক্ষুর আড়ালে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায় পুকুর থেকে ওই শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এইচআই