সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন গ্রেফতার
৮ জানুয়ারি ২০২৫ ২২:২৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২২:২৬
ঢাকা: ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শফিউল ইসলাম মহিউদ্দিন বাসায় অবস্থান করছেন। এমন সংবাদে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি হাফিজুর বলেন, শফিউল ইসলাম মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
সারাবাংলা/ইউজে/এইচআই