Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪

সারাবাংলা ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪৩

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আরও দুটি বাস পুড়ে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা: সাভারে একটি অ‍্যাম্বুলেন্স ও দুই যাত্রীবাহী বাসে অগুন লাগার ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অ‍্যাম্বুলেন্সের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যান। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন।

বুধবার (৮ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে ঢাকাগামী একটি অ‍্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টাউনের সামনে আইল‍্যান্ডে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস ওই অ‍্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। একই সময় পাশে থাকা শ‍্যামলী পরিবহণের অপর একটি বাসের মধ‍্যেও সংঘর্ষ হয়। এ সময় হঠাৎ করেই অ‍্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে পাশে থাকা দুটি যাত্রীবাহী বাসেও আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নামতে পারলেও অ‍্যাম্বুলেন্সের ভেতরে আটকা পড়েন চার জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অ‍্যাম্বুলেন্সের ভেতর থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের যাত্রীরা নিরাপদে নেমে গেলেও অ‍্যাম্বুলেসের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আগুন দুর্ঘটনা নিহত সাভার

বিজ্ঞাপন

সিলেটে সাব্বিরের ব্যাটে ঝড়
৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর