Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিয়ার মাঠ থেকে আদালত সরানোর দাবিতে আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮

আলিয়ার মাঠ থেকে আদালত সরানোর দাবিতে আন্দোলন ছাত্রদের। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসার কথা ছিল আজ। তবে স্থান পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মাদরাসা মাঠে তৈরি করা এজলাসে বিচারকার্য শুরুর আগেই মাদরাসার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছে।

মাদ্রাসার আগে বকশীবাজার মোড়ে অবস্থসন নিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ত ও সড়কটির দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিকের রমনা বিভাগের উপ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বকশী বাজারে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি

আদালত আন্দোলন পিলখানা বিডিআর হত্যা মামলা শিক্ষার্থী

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর