আলিয়ার মাঠ থেকে আদালত সরানোর দাবিতে আন্দোলন
স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮
ঢাকা: ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসার কথা ছিল আজ। তবে স্থান পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মাদরাসা মাঠে তৈরি করা এজলাসে বিচারকার্য শুরুর আগেই মাদরাসার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছে।
মাদ্রাসার আগে বকশীবাজার মোড়ে অবস্থসন নিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ত ও সড়কটির দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাফিকের রমনা বিভাগের উপ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বকশী বাজারে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সারাবাংলা/ইউজে/এমপি