জনস্বাস্থ্যের এক প্রকল্পে ৮ সুপারিশ আইএমইডির
৯ জানুয়ারি ২০২৫ ১১:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪০
ঢাকা: জনস্বাস্থ্য সম্পর্কিত একটি চলমান প্রকল্প অব্যাহত রাখতে আট সুপারিশ দিয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)। এগুলো বাস্তবায়ন করা না গেলে ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পটি চালানোর পরও সফলতা আসবে কি-না সন্দেহ রয়েছে বলে জানিয়েছে আইএমইডি।
আইএমইডি পরিচালক আনোয়ার ইসলাম সম্প্রতি প্রকল্পটি পরিদর্শন করে এসব সুপারিশ দিয়েছেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
আাইএমইডির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপারিশগুলো বাস্তবায়নে অবস্থা সম্পর্কে আইএমইডিকে অবহিত করতে বলা হয়েছে।
সুপারিশগুলো হলো- প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য ঊর্ধ্বতন পর্যায়ে থেকে নিয়মিত মনিটরিং করতে হবে। এছাড়া প্রকল্পের আওতায় পাইপ বাহিত পানি সরবরাহ স্কিমে অন্যান্য কাজের পাশাপাশি সুবিধাভোগী জনগোষ্ঠীর বাসায় ট্যাপের সঙ্গে প্লাটফর্ম তৈরির সংস্থান রাখা যেতে পারে। অফসেট টুইন পিট টয়লেট তৈরির কাজ দ্রুত শুরু করতে হবে। নির্মিত ওয়াস ব্লক, কমিউনিটি ল্যাট্রিন, পাবলিক টয়লেট নিয়মিত রক্ষণাবেক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠা, হাটবাজার কমিাটি, ইউনিয়ন পরিষদের কার্যক্রম জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত মনিটরিং করতে হবে।
আরও যেসব সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলো হলো- অডিট আপত্তি নিস্পত্তির উদ্যোগ নিতে হবে। নিয়মিত প্রকল্পের পিআইসি (প্রজেক্ট বাস্তবায়ন কমিটি) এবং পিএসসি (প্রকল্প স্টিয়ারিং কমিটি) সভা করতে হবে। নির্মিত পানিবাহিত স্কিমগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পুরোপুরি সচল করার উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে স্যানিটেশন কার্যক্রম বৃদ্ধির জন্য বেসরকারি প্রতিষ্ঠান, স্বোচ্ছাসেবী সংস্থা ও এনজিওকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
সারাবাংলা/জেজে/ইআ