Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুমরাহ সোনার ডিম পাড়া হাঁস, অধিনায়কত্ব দিয়ে মারবেন না’

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১২:০৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১২:১০

জাসপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। দলকে সিরিজ জেতাতে না পারলেও ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। গুঞ্জন উঠেছে, রোহিত শর্মার পরিবর্তে তাকেই দেওয়া হতে পারে ভারতের নেতৃত্ব। সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলছেন, বুমরাহ ‘সোনার ডিম পাড়া হাঁস’। অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব দিয়ে সেই হাঁসকে না মারতেই আহ্বান জানিয়েছেন কাইফ।

বিজ্ঞাপন

পার্থে সিরিজের প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেই টেস্টে বিশাল জয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। এরপর রোহিত ফিরলে দায়িত্ব ছাড়েন বুমরাহ। শেষ টেস্টে আবার রোহিতের পরিবর্তে দায়িত্ব নিতে হয় তাকে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হয়নি ভারতের।

গত কয়েক সিরিজজুড়েই রোহিতের ব্যাট হাসেনি। অনেকেই ধারণা করছেন, টেস্টে আর দেখা যাবে না রোহিতকে। দলে থাকলেও হয়তো নেতৃত্ব ছাড়বেন তিনি, গুঞ্জন উঠেছে এমনটাই। সেক্ষেত্রে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে পরবর্তী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে বুমরাহর নামই।

কাইফ বলছেন, বুমরাহকে অধিনায়কত্ব থেকে দূরে রাখাই ভারতের জন্য ভালো হবে, ‘বুমরাহকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিয়োগের আগে বিসিসিআইয়ের দুইবার ভাবা উচিত। তাকে শুধু উইকেট নেওয়া ও ফিট থাকার দিকে মনোযোগ দিতে হবে। নেতৃত্বের দায়িত্ব এলে চোট বাড়বে, দারুণ এক ক্যারিয়ার ছোট হয়ে আসতে পারে। সোনার ডিম পাড়া হাঁসকে দোয়া করে মেরে ফেলবেন না।’

অধিনায়কত্ব পেলে অতিরিক্ত চাপে বুমরাহর পারফরম্যান্স খারাপ হবে বলেই আশংকা কাইফের, ‘বোলিংয়ে সে একাই লড়াই করছে। সে প্রতি ম্যাচেই পারফর্ম করার জন্য চাপে থাকে। অস্ট্রেলিয়াতে সে কাউকেই পাশে পায়নি। সে ইনজুরিতে অনেকদিন ধরেই ভুগছে। তার রান-আপে গতি নেই, শেষ মুহূর্তে সে গতি সঞ্চার করে, পিঠে অনেক চাপ পড়ে। সে যদি সিরিজের মাজে ইনজুরির কারণে ছিটকে যায়, তাহলে অধিনায়ক কে হবে?’

পরবর্তী অধিনায়ক হিসেবে কোনো ব্যাটারকেই দেখতে চান কাইফ, ‘আমি চাই একজন ব্যাটার পরবর্তী অধিনায়ক হোক। হয় রাহুল নাহয় পান্ট। তারা আগেও অধিনায়কত্ব করেছে। এই দুজনের একজনকে অধিনায়কত্ব দিলেই দলের জন্য ভালো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অধিনায়কত্ব জাসপ্রীত বুমরাহ ভারত মোহাম্মদ কাইফ