চুয়াডাঙ্গায় একদিনে তাপমাত্রা কমেছে ৫.১ ডিগ্রি
৯ জানুয়ারি ২০২৫ ১১:৫৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতে দেখা গিয়েছে। কিন্তু হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রি। গতকালের তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫, যা আজ ৯ দশমিক ৪ ডিগ্রিতে নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ও বাতাসের আর্দ্রতা অপরিবর্তিত থাকতে দেখা যায়।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে। গত ২০২৪ সালের ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের কারণে কর্মজীবন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গায় আরও কিছুদিন তাপমাত্রা নিম্ন পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান।
সারাবাংলা/এমপি