Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৬:০০

ঢাকা: মহেশখালিতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ’র রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষ হয়নি। এ কাজ শেষ হতে আরও চারদিন লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। ফলে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তরিকুল ইসলাম সই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘণফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

এ পরিস্থিতিতে সারাদেশে গ্যাস সংকট দেখা দিতে পারে। কোথাও কোথাও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

এর আগে, গত ৩১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। যে কারণে গ্যাস সংকট দেখা দিতে পারে এবং কোথাও কোথাও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। ওই সময়ে সারাদেশে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। সেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার আগেই এলএনজি টার্মিনালটি আবারো মেরামত করতে হচ্ছে। এতে আবারও টানা চারদিন সারাদেশে গ্যাস সংকট দেখা দেবে।

সারাবাংলা/জেআর/ইআ

গ্যাস সংকট পেট্রোবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর