Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রস্তুত ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৪

চ্যাম্পিয়নস ট্রফি ভেন্যু প্রস্তুত নিয়ে অস্বস্তিতে পাকিস্তান

বহু বাধা পেরিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হতে পেরেছে পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আর মাত্র দেড় মাস বাকি। এত অল্প সময় বাকি থাকলেও এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি ম্যাচের ভেন্যুগুলো! এসবের মাঝেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজের ভেন্যু মুলতান থেকে সরিয়ে নেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু করাচি ও লাহোর স্টেডিয়ামে।

১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে টুর্নামেন্টের অল্প কিছুদিন বাকি থাকলেও লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির তিন স্টেডিয়াম এখনো প্রস্তুত হয়নি। ৩১ ডিসেম্বরের মাঝে আইসিসিকে স্টেডিয়ামগুলো বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে জানুয়ারির ৯ দিন পেরিয়ে গেলেও এখনো সেটা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

এমন অবস্থায় চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে পিসিবিকে। ১২ জানুয়ারির মাঝে আইসিসিকে বুঝিয়ে দিতে হবে স্টেডিয়ামগুলো। পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধু ফিনিশিংয়ের কাজ বাকি। ভারতীয় সংবাদমাধ্যম অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের মতে, প্রস্তুতির অভাবে পাকিস্তান থেকেই সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি! পাকিস্তানের প্রস্তুতিতে একেবারেই খুশি নয় আইসিসি, শোনা যাচ্ছে এমনটাই।

এসবের মাঝেই ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পালটে দিল পিসিবি। মুলতানের পরিবর্তে করাচি ও লাহোরে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ভেন্যুগুলো যে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ আয়োজনে পুরোপুরি প্রস্তুত, সেটা প্রমাণ করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়ে পিসিবি, ধারণা করা হচ্ছে এমনটাই।

১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো