Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৬:০৭

দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

ময়মনসিংহ: জেলার হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে হালুয়াঘাট সদরে ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার আল আকসা (২৮)। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে ফাহাদ মাহমুদ ফারাবী।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ঘন কুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই

নিহত ময়মনসিংহ মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর