Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৩০ জুনের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে কত শতাংশ মহার্ঘ্য ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব।

জনপ্রশাসন সচিব আরও বলেন, ‘মহার্ঘ ভাতা নিয়ে দু’টি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবার যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে।’

কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। মহার্ঘ ভাতা ঘোষণার পরও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ৫ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না? সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।

মোখলেস উর রহমান, ‘অনুমান করে এটা বলা ঠিক নয়। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ঘোষণা মহার্ঘ ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর