Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ বছরের পুরোনো প্লাস্টিক কারখানা বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৭:২৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

সকালে কারখানার প্রধান ফটকে বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ

গাজীপুর: জেলার মহানগরীর কোনাবাড়ীতে  ৪০ বছরের পুরোনো একটি প্লাস্টিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওই কারখানার নাম পলিকন লিমিটেড।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের সই করা নোটিশে উল্লেখ করা হয়, ডলার সঙ্কটের কারণে বিগত এক বছরেরও বেশি কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়েছে কারখানাটি। ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০ শতাংশ কমে যায়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের লোন, বকেয়া স্যালারি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবৎ পরিশোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এ ছাড়াও আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে পলিকন লিমিটেড এর কাটার সেকশনের হেলপার সাইফুল ইসলাম বলেন, ‘১৭ বছর যাবৎ এই কারখানায় চাকরি করি। চার মাসের বকেয়া বেতন পাব। গতকালকেও আমরা কাজ করে গেছি। আজ সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নিব।’

গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) নভেম্বর মাসের বেতন দিবে। সোমবার (১৩ জানুয়ারি) শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ কারখানার সামনে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গাজীপুর পলিকন লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর