রাজশাহী ও কিশোরগঞ্জে লোকনাট্য উৎসব
৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২০:৪০
সারাবাংলা ডেস্ক: তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে রাজশাহী ও কিশোরগঞ্জে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু হয়েছে। এ উৎসবে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে গ্রামীণ মানুষের জীবনাচার তুলে ধরা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজশাহীতে ও বুধবার (৮ জানুয়ারি) কিশোরগঞ্জে লোকনাট্য উৎসব শুরু হয়েছে।
রাজশাহী: রাজশাহীতে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
প্রধান অতিথি বলেন, সবার ঘরে ঘরে টিভি ছিল না বলে আমরা পূর্বে বিটিভিতে নাটক দেখতাম সপ্তাহে ১ দিন। তখন আমরা এই লোকনাট্যগুলোই বিভিন্ন পাড়া মহল্লায় উপভোগ করতাম। টিভি চ্যানেল ও শিল্পী কলা-কুশলীর ভিড়ে লোকনাট্যগুলো আজ হারাতে বসেছে। সেই লোকনাট্যকে ধরে রাখার জন্যই আজকের এ আয়োজন।
লোকনাট্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লোকনাট্য হলো লোকজ জীবনাচারকে তুলে আনা। হাসি-কান্না, রঙ-তামাশা, দুঃখ বেদনা এ সবকিছুকে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে গ্রামীণ মানুষের জীবনাচার তুলে ধরা।
উল্লেখ্য, তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহে ৯ জানুয়ারি গম্ভীরা ও আলকাপ, ১০ জানুয়ারি মনসাপালা ও মাদারপীরের পালা এবং ১১ জানুয়ারি বিয়েরগীত ও লছিমন পরিবেশিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হবে।
কিশোরগঞ্জ: এদিকে কিশোরগঞ্জেও বুধবার (৮ জানুয়ারি) রাতে জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর প্রমুখ।
বুধবার লোকনাট্যের প্রথম দিনে পালাকার ইসলাম উদ্দিনের পরিবেশনায় ‘কমলা রানীর সাগরদিঘী’ মঞ্চস্থ হয়।
আজ দ্বিতীয় দিনে পরিবেশিত হবে যাত্রাপালা ‘বেদের মেয়ে জোসনা’ ও জারি গান। এ ছাড়া শেষ দিন শুক্রবার সন্ধ্যায় পরিবেশিত হবে লাঠি খেলা। এরপর মঞ্চস্থ হবে ‘আলফিনা সুন্দরী’।
সারাবাংলা/এইচআই