Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫৮

আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে নতুন বই হাতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আগের সরকার একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করতো। তারা এটা দেখাতে করতো যে, ১ জানুয়রি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘এক তথ্যে দেখা যায় যে, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো মার্চ মাসে। এমনকি কোনো কোনো বছর জুলাই পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন সিএর প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

সংবাদ সম্মেলনে কথা বলছেন সিএর প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

তিনি বলেন, ‘২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের শেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ ও ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।’

শফিকুল আলম আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে। এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’

প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

পাঠ্যপুস্তক ফেব্রুয়ারি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর