এনআইডি আইনের পর্যালোচনায় ইসির বৈঠক রোববার
৯ জানুয়ারি ২০২৫ ২২:২৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০২:০৬
ঢাকা: আওয়ামী লীগের আমলে করা জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম সরকারের অধীনে ছেড়ে দেওয়ার আইন পর্যালোচনায় ‘কমিশন বৈঠক’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
এ অফিস আদেশে উল্লেখিত কমিশন সভায় আরও দু’টি আলোচ্য বিষয় রাখা হয়েছে। একটি হলো- বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে আলোচনা। আরেকটি হলো, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়ে আলোচনা।
জানা গেছে, ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর এএমএস নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের এটি দ্বিতীয় বৈঠক।
উল্লেখ্য, এনআইডি আইনটি বিগত আওয়ামী সরকার ২০২৩ সালে করা হয়। আর এ আইনটি করা হয় এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার জন্য।
‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সে মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাসহ সুশীল সমাজ, ইসি কর্মকর্তারা এবং দেশের সাধারণ মানুষ এই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছে শুরু থেকেই।
সারাবাংলা/এনএল/এসআর