Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৯:৪০

প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোলাম রব্বানী (৫৫) নামে এক পর্যটককে গুলি করা হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী খুলনার দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। হাসপাতালে নেওয়ার পর পকেটে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে ওই ব্যক্তিকে গুলি করা হয়। ছবি: সংগৃহীত

সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে ওই ব্যক্তিকে গুলি করা হয়। ছবি: সংগৃহীত

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু বলেন, ‘সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে গুলি করেছে তা দেখতে পাইনি।’

বিজ্ঞাপন

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটককে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যাকারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসআর

কক্সবাজার গুলি করে হত্যা পর্যটককে গুলি সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর