Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা থেকে পালালেন গ্রেফতার সাবেক ওসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২৩:২৭

সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার একই থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শককে (এএসআই) তাৎক্ষণিক সাসপেন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা-পূর্ব থানায় এ ঘটনা ঘটে। একটি মামলায় শাহআলমকে এদিন দুপুরে আদালতের সোপর্দের প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দিয়েছিলেন তিনি।

এদিন রাতে উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ‘একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলতে পারেন।’

জানতে চাইলে ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘পালিয়ে যা কর্মকর্তা একজন ইন্সপেক্টর, তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনায় গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।’

তিনি জানান, বিষয়টি জানার পর থেকে তাকে ফের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে এক এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেন্স করা এএসআই এর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সাবেক ওসি শাহ আলমের সন্ধান মেলেনি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার টপ নিউজ থানা পালালেন সাবেক ওসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর