মাসুদা ভাট্টির বিষয়ে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ০০:০০
১০ জানুয়ারি ২০২৫ ০০:০০
ঢাকা: তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
প্রতিবেদন পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান জানান, তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে চলতি সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট মাসুদা ভাট্টি তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম