Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ২০২৪ সালে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ০৯:১৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১২:৪০

ছবি: সংগৃহীত

ইরানে ২০২৪ সালে কমপক্ষে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গত মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে গত ডিসেম্বরে এক সপ্তাহেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রায় ৪০ জনের।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যাই কমপক্ষে ৩১।

খুন, ধর্ষণ, মাদক পাচার ও যৌন নিপীড়নের মতো বড় বড় অপরাধের দায়ে ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে ইরানে এক বছরের চেয়ে আরেক বছর মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করছেন ফলকার টুর্ক।

তিনি বলেন, ‘এখনই ইরানের এ ধরনের কার্যক্রম থামিয়ে দেওয়ার উপযুক্ত সময়।’

সারাবাংলা/এসডব্লিউ

ইরান মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর