Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা সীমান্তে দুর্বৃত্তদের হাতে এসআই খুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১১:০৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৪:০৮

চিকিৎসাধীন অবস্থায় স্বজনদের পাশে নিহত এসআই শফিকুল ইসলাম

নেত্রকোনা: সীমান্তের দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে এক পুলিশের এসআইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়ায় অতর্কিতে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পায়ের গোড়ালি নিচের অংশ কেটে ফেলে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

নিহত এসআই শফিকুল ইসলাম দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্ৰামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুরে পুলিশ লাইনে চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই শফিকুল ইসলাম কর্মস্থল জামালপুর থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন। সন্ধ্যার দিকে বাজারে জিনিসপত্র কেনার উদ্দেশ্যে পৌর শহরের পান মহলের ভেতর দিয়ে হাঁটছিলেন। এ সময় অতর্কিতে কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ফারহানা জানান, অস্ত্রের আঘাতে ডান পায়ের গোড়ালি নিচের অংশ বিছিন্ন হয়ে গেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসডব্লিউ

এসআই নিহত নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর