Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১২:৫০

আটক হাসান আলী

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জাল টাকা নিয়ে ওই যুবক পান ও সিগারেট নিয়ে ১ হাজার টাকার নোট দেন। পরে দোকানদার বুঝতে পারেন যে ১ হাজার টাকার নোটটি জাল। এরপরে তাকে অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেন। সেটাও জাল ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবককে থানায় নিয়ে যান।

কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার চেষ্টার সময় ওই যুবককে স্থানীয়রা আটক করেন। তার কাছ থেকে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

জাল টাকা উদ্ধার যুবক আটক সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর