Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএমপিভি সনাক্তে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

লোকাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:০২

এইচএমপিভি সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ। ছবি: সারাবাংলা

বেনাপোল: নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ কার্যকরী বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাতায়াত করছেন।

সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলেছে। আগের মতোই সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করছেন। সেই সঙ্গে বন্দর দিয়ে আমদানি-রফতানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষার পর বেনাপোল বন্দরে প্রবেশ করছে।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ড. আব্দুল মজিদ জানান, ভারতে আক্রান্ত হওয়ায় আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। তাই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। জনসমাগম বেশি হয় এমন স্থানে মাস্ক পরিধান করা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব।

সারাবাংলা/এমপি

এইচএমপিভি বেনাপোল ইমিগ্রেশন হিউম্যান মেটানিউমো ভাইরাস

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর